সামরিক শক্তির নিরিখে বিশ্বের সব থেকে শক্তিধর দেশ হলো যুক্তরাষ্ট্র। দ্বিতীয় রাশিয়া, আর তৃতীয় স্থানে রয়েছে চীন।
আন্তর্জাতিক সামরিক শক্তি পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ‘গ্লোবাল ফায়ার পাওয়ার ইনডেক্স‘ এই তথ্য দিয়েছে।
সামরিক শক্তির বিচারে চলতি বছর কোন দেশ কী অবস্থানে আছে তা নিয়ে বেশ জল্পনা–কল্পনা রয়েছে সাধারণের মাঝে। দেশে দেশে সামরিক শক্তির সক্ষমতা নিয়ে ২০০৬ সাল থেকে প্রতি বছরই প্রতিবেদন প্রকাশ করে আসছে গ্লোবাল ফায়ার পাওয়ার।
আরও পড়ুন: বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় শেখ হাসিনা
প্রতিষ্ঠানটির চলতি বছরের প্রতিবেদন বলছে, অতীত বছরগুলোর মতো এ বছরও সামরিক শক্তিতে শীর্ষস্থানে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। তার পরেই দ্বিতীয় স্থানটিতে আছে রাশিয়া। আর চীন রয়েছে তৃতীয় স্থানে এবং ভারত চতুর্থ।
শীর্ষ ১০ দেশের মধ্যে থাকা বাকি দেশগুলো হলো, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য, জাপান, তুরস্ক, পাকিস্তান ও ইতালি। তালিকাটির ৩৭ নম্বরে অবস্থান করছে বাংলাদেশ।
২০২৪ সালের জন্য গ্লোবাল ফায়ার পাওয়ারের সামরিক শক্তির র্যাংকিংয়ে ১৪৫টি দেশকে মূল্যায়ন করা হয়েছে। সৈন্য সংখ্যা, সামরিক সরঞ্জাম, আর্থিক স্থিতিশীলতা, ভৌগোলিক অবস্থান এবং উপলব্ধ সম্পদসহ ৬০টিরও বেশি বিষয় বিবেচনায় এনে এই তালিকা প্রকাশ করা হয়েছে।
তালিকাটিতে সবার নিচে অর্থাৎ ১৪৫ তম অবস্থানে রয়েছে ভুটান।
আরও পড়ুন: দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা
এসএ/দীপ্ত নিউজ