কতিপয় বিপথগামী সদস্যের জন্য পুলিশ বিভাগ সঠিকভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম।
শনিবার (২৬ অক্টোবর) বিকেলে রংপুর পুলিশ লাইন অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তারা এসব কথা বলেন।
তিনি বলেন, ‘জুলাই আন্দোলনে বিতর্কিত ভূমিকায় থাকা ২১ পুলিশ সদস্য এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে।বিপথগামী সব সদস্যদের আইনের আওতায় আনা হবে।
তিনি আরও বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের হত্যাকাণ্ডের ঘটনার সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনা হবে। এক্ষেত্রে কাউকে ছাড় দেয়া হবেনা। একইসঙ্গে শিক্ষার্থীদের বিরুদ্ধে করা সকল মামলার নিষ্পত্তি করা হবে। কোন শিক্ষার্থীকে আটক বা গ্রেফতার করা হবেনা। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম বলেন, রাষ্ট্রপতি স্বপদে থাকার অধিকার হারিয়ে ফেলেছে। সবার ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্রপতিকে অপসারণ করে আন্দোলনের স্বপক্ষের রাষ্ট্রপতি নিয়োগের আহ্বান জানান তিনি।
আইজিপি বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের পরিবারের পক্ষ থেকে যেসব মামলা হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের গ্রেফতারের প্রক্রিয়া চলমান। কোন অবস্থাতেই অপরাধীদের ছাড় দেয়া হবেনা। আর যারা আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদী সরকারকে উৎখাত করেছে তাদের বিরুদ্ধে করা মামলা দ্রুত নিষ্পত্তি করা হবে। তাদের কাউকে গ্রেফতার বা আটক করা হবেনা। এর আগে কোটা সংস্কার আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের বাড়িতে কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক মো. ময়নুল ইসলাম।
এসময় আইজিপির সাথে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের কবর জিয়ারত করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম এনডিসি। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রংপুরের পীরগঞ্জের মদনখালী ইউনিয়নের জাফরপাড়ার বাবনপুর গ্রামে আবু সাঈদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত শেষে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন আইজিপি। এ সময় উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলমসহ রংপুর জেলা ও মহানগর পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বারী/ আল/ দীপ্ত সংবাদ