সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫

বিজয় দিবসে কলকাতা যাচ্ছেন ২০ সদস্যের প্রতিনিধিদল

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

আগামী ১৬ ডিসেম্বর কলকাতায় ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডেরবিজয় উৎসবে যোগ দিবেন বাংলাদেশের সাবেক সেনা ও মুক্তিযোদ্ধাদের প্রতিনিধি দল।

রবিবার (৭ ডিসেম্বর) ইস্টার্ন কমান্ড হেড কোয়ার্টার ফোর্ট উইলিয়ামে (বিজয় দুর্গ) সাংবাদিক সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেছেন মেজর জেনারেল ভানগুরু রঘু।

প্রতি বছরই বিজয় দিবস উদযাপনে ভারতীয় সেনাবাহিনী ইস্টার্ন কমান্ডেরএকটি প্রতিনিধি দল বাংলাদেশে পাড়ি দেন। অন্যদিকে বাংলাদেশ থেকে সেনাদের একটি প্রতিনিধি দল যায কলকাতার ফোর্ট উইলিয়ামে আয়োজিত অনুষ্ঠানে।

মেজর জেনারেল ভানগুরু রঘু জানান, ভারতীয় সেনাবাহিনী আমন্ত্রণে সাড়া দিয়ে এবছরও বাংলাদেশে সেনাবাহিনী বিজয় দিবস অনুষ্ঠানে তাদের প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত ফোর্ট উইলিয়ামকে নিশ্চিত করেছে। দু’জন শীর্ষ সেনা কর্মকর্তা, ৮ জন মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারসহ মোট ২০ জন সদস্য উপস্থিত থাকবেন ফোর্ট উইলিয়াম অনুষ্ঠানে। পাশাপাশি, এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসকেও।

অনুষ্ঠান সূচি অনুযায়ী, বাংলাদেশের প্রতিনিধি দলটি কলকাতায় যাবে ১৪ ডিসেম্বর। বিমানবন্দরে তাদের আমন্ত্রণ জানাবেন ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ড কর্মকর্তারা। এরপর তারা ১৫ ডিসেম্বর ব্যারাকপুরের মঙ্গল পান্ডে মিলিটারি প্রশিক্ষণ কেন্দ্রে সেনাদের ‘মিলিটারি টাট্টু’ অনুষ্ঠানে যোগ দিবেন। ওইদিন রাজভবনে গিয়ে রাজ‌্যপালের সঙ্গে দেখাও করতে পারেন তারা। ১৬ ডিসেম্বর সকাল ও সন্ধ্যায় বিজয় দিবস উপলক্ষে‌ বিজয় স্মারকে শ্রদ্ধাজ্ঞাপনসহ একাধিক অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন বাংলাদেশের মুক্তিযোদ্ধারা।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More