বাংলাদেশ সোসাইটি ফর টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট (বিএসটিকিউএম)-এর ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ১ থেকে ৭ মে পর্যন্ত সপ্তাহব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল র্যালি, ফ্রি মেডিক্যাল ক্যাম্প, নতুন সদস্য সংগ্রহ এবং আলোচনা সভা।
সপ্তাহব্যাপী এই আয়োজন উদ্বোধন করেন সংগঠনটির উপদেষ্টা ডক্টর এম আর কবির যেখানে বিএসটিকিউএম-এর প্রেসিডেন্ট এ কে এম শামসুল হুদা, সেক্রেটারি জেনারেল এম এম কবির, নির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদের সদস্যসহ সাধারণ সদস্যগণ অংশগ্রহণ করেন।
আয়োজনে বিএসটিকিউএম-এর দীর্ঘ তিন দশকের অবদান তুলে ধরা হয় এবং ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, শিল্প ও শিক্ষা ক্ষেত্রে কোয়ালিটি উন্নয়ন ও প্রচারে বিএসটিকিউএম একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে কাজ করে আসছে।
সংগঠনটি বিগত ৩০ বছর ধরে দেশে গুণমান সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে নানামুখী কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠানটি বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা ও সচেতনতামূলক প্রোগ্রামের মাধ্যমে শিল্প ও শিক্ষাক্ষেত্রে কোয়ালিটি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।