২৫
পেরুতে যাত্রীবাহী বাস খাদে পড়ে ২৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২১ জন।
দুর্ঘটনাকবলিত আন্তঃনগর ওই বাসটি পেরুর হুয়ানকায়ো শহর থেকে হুয়ান্টা শহরের আন্দিজ পর্বতমালা অঞ্চল দিয়ে যাচ্ছিল।
রাতের অন্ধকারে বাসটি ৬৫০ ফুট গভীর খাদে পড়ে গেলে হতাহতের এই ঘটনা ঘটে।
হুয়ানকায়ো শহরের মেয়র জানিয়েছেন, মহাসড়কের যে স্থানে দুর্ঘটনাটি ঘটেছে সেটি এক মাস আগে ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এরপরে তা আর মেরামত করা হয়নি।
এসএ/দীপ্ত নিউজ