বরিশালের একটি বিদ্যালয়কে বাল্য-বিবাহ মুক্ত বিদ্যালয় ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২১ মার্চ) অভিভাবক সমাবেশের মাধ্যমে জেলার মুলাদী উপলজেলার কাজিরচর ইউনিয়নে বাহাদুর পুর ফজলুল রহিম শরীফ মাধ্যমিক বিদ্যালয়কে বাল্য বিবাহ মুক্ত বিদ্যালয় ঘোষণা করা হয়েছে।
প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলাম। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাঞ্চন আলী সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মেডিকেল অফিসার ডাঃ সাইমন মাহমুদ নিশাত, সেইন্ট বাংলাদেশের প্রকল্প কর্মকর্তা মোঃ শাকিল আহমেদ।
অনুষ্ঠান থেকে বক্তারা অভিভাবকদের আরো সচেতন হতে আহ্বান জানান। পাশাপাশি বাল্য বিবাহের ক্ষতিকর দিক নিয়ে আলোচনা করেন। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে বাল্য-বিবাহের ক্ষতিকর দিক নিয়ে নাটিকা পরিবেশন করা হয়।
যূথী/ দীপ্ত সংবাদ