আর্থিক অনিয়মের অভিযোগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে সবধরনের ফুটবল কার্যক্রম থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। শুক্রবার (১৪ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে ফুটবলের আন্তর্জাতিক এই সংস্থা।
সংস্থাটির স্বাধীন এথিক্স কমিটির বিচারক চেম্বার কর্তৃক এ নিষেধাজ্ঞা অনুমোদন করা হয়। সঙ্গে প্রায় ১২ লাখ টাকা (১০ হাজার সুইস ফ্রাঁ) জরিমানাও করা হয়েছে তাকে।
এর আগে আর্থিক অনিয়মের অভিযোগে কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে সশরীরে ফিফার সদরদপ্তর জুরিখে যান আবু নাঈম সোহাগ। তবে নিজেকে রক্ষা করতে পারেননি। ফিফার স্বাধীন নৈতিক কমিটি তাকে দুই বছরের নিষেধাজ্ঞা দিল।
বাফুফেকে দেয়া ফিফার টাকার হিসাব নিয়ে মিথ্যা তথ্য দেওয়ার কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এরইমধ্যে শাস্তির বিষয়টি জানিয়ে আবু নাঈমকে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছে ফিফা। চিঠির অনুলিপি দেয়া হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও এশিয়ান ফুটবল কনফেডারেশনকে।
এফএম/দীপ্ত সংবাদ