বান্দরবানের পাহাড়ে এবার সময়ের আগেই রাংগোওয়ে জাতের আমের মুকুল এসেছে। কিছু গাছে গুটিও হচ্ছে। এতে উচ্ছ্বসিত চাষিরা।
বান্দরবান জেলা সদরের লাইমি পাড়া, ফারুক পাড়া, গেৎশিমনী পাড়াসহ চিম্বুক সড়কের আশপাশের এলাকার বিভিন্ন জাতের আমের মধ্যে অন্যতম ‘রাংগোওয়ে বারি-৮’। আঁশযুক্ত, সুস্বাদু এই আমের চাহিদা তুলনামূলক বেশি।
এবার সময়ের আগেই মুকুল আসায়, এখন গাছ পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা। রাংগোওয়ে জাতের গাছে ৪ বছরের মধ্যেই ফলন আসে। প্রতিটিতে এক থেকে ১০ মণ পর্যন্ত আম পাওয়া যায়।
কৃষি বিভাগের তথ্য মতে, বান্দরবানে এ বছর ৯ হাজার ৮০৯ হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক লাখ ১০ হাজার মেট্রিকটন।
আবহাওয়া অনুকূলে থাকলে, বান্দরবানের আম এবার স্থানীয় অর্থনীতিতে গতির সঞ্চার করবে বলে আশা চাষি ও কৃষি বিভাগের।