প্রতি বছরের মতো এবারও বাংলা ১৪৩১ নববর্ষকে বরণ করতে বর্ণিল উৎসবে মেতেছে সংযুক্ত আরব আমিরাত প্রবাসীরা।
শনিবার (২৭ এপ্রিল) শারজাহ বাগান বাড়িতে ‘রঙে রঙে বৈশাখ ১৪৩১’ আয়োজন করেন বাংলাদেশি সাংস্কৃতিক সংগঠন ইন্টারন্যাশনাল কালচার অসোসিয়েশন অব বাংলাদেশ (আইকেব)।
বর্ষবরণের ১১তম এই আয়োজনে নান রঙের, নানা সাজে বাঙালিরা এই মরুর বুকে ফুটিয়ে তোলে এক খণ্ড বাংলাদেশ। অনুষ্ঠানে ছোট–বড় সবাই সেজে উপস্থিত হয়েছিলো একই যায়গায়।
ইন্টারন্যাশন্যাল কালচার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইকেব) এর ‘বাংলা নববর্ষকে জাঁকজমকপূর্ণ আয়োজনে মধ্যদিয়ে বাঙালির হাজার বছরের এই সাংস্কৃতিক উৎসবে মেতে উঠেছিল প্রবাসী পরিবারের সদস্যরা।
‘এসো হে বৈশাখ….’ গান পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।অনুষ্ঠানের সঞ্চালক তানিয়া নোভা ও মামুন রেজা। পরে সংগঠনটির সদস্যদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। যেখানে ছোটদের নাচ, কবিতা ও গান। শেষে পান্তা ইলিশ ও বাঙালি খাবারে স্বাদ নিয়েছে উৎসবপ্রেমীরা।
মাহাবুব হাসান/ এজে/ দীপ্ত সংবাদ