বিদ্রূপ-ব্যঙ্গ করে শান্তর সমালোচনায় বুঁদ রয়ে থাকত দেশের আপামর ক্রিকেটপ্রেমীরা। কিন্তু ক্যারিয়ারের সেই কালো অধ্যায়টা ধীরে ধীরে পেছনে প্রতি ম্যাচেই ব্যাট হাতে দিচ্ছেন আস্থার প্রতিদান। ফুল হয়ে ফুটতে শুরু করেছেন এই বাঁহাতি ব্যাটার। তার পারফরম্যান্স মুগ্ধ করেছে প্রতিপক্ষ ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসেইনকেও।
বর্তমান সময়ে বাংলাদেশ ক্রিকেটে অন্যতম সেরা পারফর্মারদের একজন নাজমুল হোসেন শান্ত। একসময় সমালোচনায় জর্জরিত এই ক্রিকেটার এখন দলের ভরসার পাত্র হয়ে উঠছেন। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দুই ম্যাচেই অর্ধশতক হাঁকিয়েছেন শান্ত। আর টি-টোয়েন্টি সিরিজে তো ব্যাট হাতে দুই ম্যাচেই রেখেছেন জয়ে অবদান। প্রথম ম্যাচে ইংলিশদের দেওয়া লক্ষ্য তাড়া করতে তার ২৭ বলে করা অর্ধশতক যেমন সময়ের দাবি মিটিয়েছে, তেমনি দ্বিতীয় ম্যাচে দায়িত্বশীল ব্যাটিংয়ে শেষ করে এসেছেন ম্যাচ।
সম্প্রীতি ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে শান্তর ব্যাটিং প্রসঙ্গে নাসের বলেন, ‘বাংলাদেশ খুব সুন্দর খেলেছে। তারা বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ২-০ ব্যবধানে হারিয়েছে, যা মাঠে তাদের দুর্দান্ত পারফরম্যান্সেরই ফল। শান্ত বড় তারকা হতে চলেছেন। এরকম আরও বেশ কয়েকজন ক্রিকেটার প্রয়োজন বাংলাদেশের। তাদের জন্য এটি বড় জয়।’
আল/দীপ্ত