কোনো চাপ বা কড়া বার্তা দিতে নয়, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যেই ঢাকা সফর করে গেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া-বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। এমনটাই বলছেন সাবেক কূটনীতিকরা। এ সফরকে গতানুগতিক হিসেবে দেখছেন তারা।
সম্প্রতি ঢাকা ঘুরে গেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া-বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। এসময় সরকারের মন্ত্রীদের সঙ্গে বৈঠকে আগামী জাতীয় নির্বাচন, র্যাব, গণতন্ত্র, মানবাধিকার ও ঢাকা-ওয়াশিংটন সম্পর্কের বিষয় ওঠে আসে।
লু’র সফর ঘিরে বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা চলে। কেউ কেউ ঢাকার ওপর ওয়াশিংটনের চাপ সৃষ্টির কথা বলেন। কিন্তু বিশ্লেষকরা বলছেন- এটি স্বাভাবিক কূটনৈতিক সফর। চীন ঘিরে যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক স্ট্রেটেজি- আইপিএস নিয়ে বাংলাদেশের আগ্রহ কেমন তা দেখতে এসেছেন ডোনাল্ড লু। একইসাথে আগামী নির্বাচন নিয়ে ওয়াশিংটনের মনোভাব জানিয়ে গেছেন তিনি।
বিশ্লেষকরা বলছেন- যুক্তরাষ্ট্র ও চীনসহ সব শক্তির সঙ্গে তাল রেখে, জাতীয় স্বার্থে এগিয়ে যেত হবে বাংলাদেশকে।