রাষ্ট্রীয় শোক পালন করায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে তুরস্ক। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) ঢাকায় সংবাদ সম্মেলনে বাংলাদেশের কাছে মানবিক সহায়তা চেয়েছে দেশটি। এখন পর্যন্ত ২১ বাংলাদেশিকে উদ্ধার করেছে তুরস্কের বাংলাদেশ দূতাবাস।
শক্তিশালী ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় প্রতিনিয়ত নিহতের সংখ্যা বাড়ছে। দেশ দুটিতে নেমে এসেছে মানবিক বিপর্যয়। ঢাকায় সংবাদ সম্মেলনে তুরস্কের রাষ্ট্রদূত বলেন, তুর্কি জনগণের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসা ও সমর্থন অবিস্মরণীয়। তুরস্কের ডাকে সাড়া দিয়ে এরইমধ্যে উদ্ধারকারী দল পাঠিয়েছে বাংলাদেশ। ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, তুরস্কের পর সিরিয়াতেও উদ্ধারকারী দল পাঠানোর কথা বিবেচনা করছেন তারা।
ঢাকায় তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান বলেন, “নগদ অর্থের পরিবর্তে তুরস্ক বাংলাদেশের কাছে এই মুহূর্তে মানবিক সহায়তা চায়। যেমন দক্ষ উদ্ধারকারী দল, ওষুধ ও গরম কাপড়।” তিনি আরও জানান, বাংলাদেশে নিযুক্ত তুরস্কের সাবেক রাষ্ট্রদূত ডেভরিম ওজতুর্ক ভূমিকম্পের পর থেকেই নিখোঁজ রয়েছেন। বাংলাদেশে রাষ্ট্রীয় শোক দিবস পালনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
উদ্ধারকাজের প্রসঙ্গে মোস্তফা ওসমান তুরান জানান, “এখন পর্যন্ত ৫০টিরও বেশি দেশ উদ্ধার কাজে অংশ নিয়েছে। এই সংখ্যা প্রতিদিনই বাড়ছে। সবাই আমার দেশের জন্য দোয়া করবেন“।
তুরস্কে বাংলাদেশের দূতাবাস আহত ছাত্র নূরে আলম ও গোলাম সাইদ রিংকুর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। এছাড়াও, ১৯ বাংলাদেশি শিক্ষার্থীকে আঙ্কারায় সরিয়ে নেয়া হয়েছে বলে জানিয়েছেন মহাপরিচালক সেহেলী সাবরীন।