চীনের ঐতিহ্যবাহী খেলা সিঙ্গেল ব্যাম্বো ড্রিফটিং। এটি ব্যবহার করে সোংহুয়া নদী পার হয়ে সাড়া ফেলেছেন এক ব্যক্তি।
একটি বাঁশের ওপর দাঁড়িয়ে আরেক বাঁশের সাহায্যে ভারসাম্য রক্ষা করে, অনায়াসে পাড়ি দিচ্ছেন নদী। এই দৃশ্য, চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় জিলিন প্রদেশের সোংহুয়া নদীতে। সিঙ্গেল ব্যাম্বো ড্রিফটিং করা এই ব্যক্তি প্যান জিউসি।
এজন্য গুইঝৌয়ের এলাকার চিশুই নদীতে চলে জিউসি’র টানা দুই বছর প্রশিক্ষণ আর অনুশীলন, কাজে এসেছে তার মার্শাল আর্ট চর্চাও। সেখানকার বাসিন্দারাও নদী পার হন এই পদ্ধতিতে। তিনি বলেন “দুই বছর আগে আমি এই কৌশল শিখতে শুরু করি। এর আগে প্রায় পাঁচ বছর ধরে সাঁতার, ঠাণ্ডা সহ্য করা এবং ভারসাম্য ক্ষমতা উন্নত করার মত আনুসঙ্গিক প্রশিক্ষণও নিয়েছি।”
বাঁশের ওপর দাঁড়িয়ে নদী পার হওয়ার এই কৌশলের উৎপত্তি এক হাজারেরও বেশি বছর আগে, চিশুই নদীপাড়ের রেড আর্মিদের কাছ থেকে। সেখানকার প্রান্তিক মানুষের এই খেলা চীনের জাতীয় অধরা সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে তালিকাভুক্ত হয়, ২০২১ সালে।