বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (বিআরআরআই–ব্রি) ৫০ বছর পূর্তি উপলক্ষে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী সকাল ১১টায় বহনকারী হেলিকপ্টারে ব্রি হেলিপ্যাডে অবতরণ করে। প্রথমেই প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর প্রধানমন্ত্রী ‘বঙ্গবন্ধু–পিয়েরে এলিয়ট ট্রুডো কৃষি প্রযুক্তি কেন্দ্র উদ্বোধন করেন। উদ্বোধনের পর তিনি বঙ্গবন্ধু–পিয়েরে ট্রুডো কৃষি প্রযুক্তি কেন্দ্রের ইনোভেশনস পরিদর্শন করেন।
এরপর বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ও বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের পাঁচটি প্রকাশনার মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠান সভাপতিত্ব করেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
এফএম/দীপ্ত সংবাদ