আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া–৭ (গাবতলী–শাজাহানপুর) আসন থেকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে বগুড়া শহরের গোহাইল রোডে অবস্থিত জেলা নির্বাচন অফিস থেকে সাবেক সংসদ সদস্য ও খালেদা জিয়ার নির্বাচনী সমন্বয়কারী হেলালুজ্জামান তালুকদার লালু দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মনোনয়নপত্র সংগ্রহের পর হেলালুজ্জামান লালু বলেন, বগুড়া–৭ আসনটি বেগম খালেদা জিয়ার রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এলাকা। এখান থেকেই তিনি টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বগুড়ার মানুষ তাদের প্রিয় নেত্রীকে আবারও সংসদে দেখতে আগ্রহী।
খালেদা জিয়ার প্রার্থিতার খবরে গাবতলী ও শাজাহানপুর এলাকায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ–উদ্দীপনা দেখা দিয়েছে। স্থানীয় নেতারা মনে করছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন।