কিশোরগঞ্জ জেলার ভৈরব বাজার জংশনে ঢাকা থেকে চট্টগ্রামগামী ‘ঢাকা মেইল–২ (ডাউন)’ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে ভৈরব স্টেশনের কাছে এ ঘটনা ঘটে। এতে বন্ধ আছে ঢাকা–চট্টগ্রাম, ঢাকা–সিলেট, ঢাকা–নোয়াখালী ও ভৈরব–ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল
এর আগে ট্রেনটি রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসে।
ভৈরব স্টেশন সূত্রে জানা যায়, ঢাকা মেইল ২ (ডাউন) ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে রাত পৌনে ১২টায় ছেড়ে আসে। পৌনে ৩টার দিকে ট্রেনটি ভৈরব স্টেশনে যাত্রাবিরতি দেয়। ২টা ৫৫ মিনিটে ট্রেনটি ভৈরব স্টেশন ছেড়ে যাওয়ার সিগন্যাল পায়। ট্রেনটি ধীরগতিতে ১৫০ মিটার এগিয়ে যাওয়ার পর চতুর্থ কোচের একটি বগি হঠাৎ লাইনচ্যুত হয়।
এ ঘটনায় ঢাকাগামী আন্তনগর ‘পারাবত’, আন্তনগর ‘উপবন’, ‘তিতাস কমিউটার‘সহ কয়েকটি মেইল ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে পড়েছে। ময়মনসিংহ থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তনগর ‘বিজয় এক্সপ্রেস‘ ও ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী ‘কক্সবাজার এক্সপ্রেস‘ ভৈরব স্টেশনে আটকে পড়ে।
ভৈরব স্টেশনমাস্টার মো. ইউসু বলেন, ‘উদ্ধারকাজ চলছে। কখন শেষ হবে নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। দুর্ঘটনার কারণে প্রায় সব ট্রেন কয়েক ঘণ্টা করে যাত্রাবিলম্ব হবে।’
এসএ