দুই মাসের বকেয়া বেতন–ভাতার দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি রপ্তানিমুখী পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। কাজে যোগ না দিয়ে বিক্ষোভ করছেন তারা।
মঙ্গলবার (১৩ জুন) সকালে উপজেলার আউখাব এলাকার রবিনটেক্স নামের পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ করতে দেখা দেয়।
বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, রবিনটেক্স লিমিটেড নামের ওই পোশাক কারখানায় প্রায় ৬ থেকে ৭ হাজার শ্রমিক কাজ করেন। গত দুই মাস ধরে বেতন–ভাতা পাচ্ছেন না তারা। দেই, দিচ্ছি, করে মালিকপক্ষ শ্রমিকদের ঘুরাচ্ছেন। এ পর্যন্ত মালিকপক্ষের সঙ্গে শ্রমিকদের চার দফা কথা হলেও বেতন–ভাতা পরিশোধ করেনি কারখানা কর্তৃপক্ষ।
মঙ্গলবার সকালে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানায় কাজে যোগদান না করে মালিকপক্ষের কাছে দুই মাসের বকেয়া বেতন–ভাতা দাবি করেন। তবে মালিকপক্ষের কাছ থেকে কোনো আশ্বাস না পেয়ে কারখানার ভেতরেই বিক্ষোভ শুরু করেন তারা।
রুপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, মালিকপক্ষের সঙ্গে কথা হয়েছে। তারা বলেছে, আজকে অর্ধেক বেতন–ভাতা দিয়ে দেবে। আগামী বৃহস্পতিবার বাকিটা পরিশোধ করে দেয়া হবে। শ্রমিকদের শান্ত হয়ে কাজ যে যোগ দেয়ার জন্য বলা হয়েছে।
গৌতম সাহা/এমবিআর/দীপ্ত সংবাদ