অব্যবহৃত শুকনো কাঠের ডাল দিয়ে, মনোমুগ্ধকর ভাস্কর্য তৈরি করেছেন মন্টিনিগ্রোর এক ভাস্কর। এখন অনেকেই তাকে দিয়ে ভাস্কর্য তৈরি করাচ্ছেন।
বনের মধ্যে অনন্য সব ভাস্কর্য। গাছের ডালে মুখ রেখে অবাক তাকিয়ে থাকা এক বৃদ্ধের মুখের আদলে, তৈরি করা হয়েছে পাখির বাসা। রয়েছে ঐতিহ্যবাহী পোশাক পরা ব্যক্তি আর পাহাড়ের সৌন্দর্য উপভোগ করা বয়স্ক এক নারীর ভাস্কর্যও। উত্তর মন্টিনিগ্রোর কোলাসিন শহরের পার্বত্য অঞ্চলে গেলে দেখা মেলে এসব মনোমুগ্ধকর ভাস্কর্যের। সবই পড়ে যাওয়া গাছের শুকনো ডাল দিয়ে তৈরি। অথচ কোনো ধরনের প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই সাসা দুলোভিক নামের ৩৩ বছর বয়সী এই শিল্পীর।
তিনি বলেন “দেড় বছর ধরে আমি এই শিল্পের সাথে জড়িত। পাহাড়ে খোলা একটি গ্রীষ্মকালীন চারণভূমি সাজানোর জন্য কাঠের ভাস্কর্য তৈরি করেছিলাম। সেখান থেকেই আমার এ কাজের শুরু।”
শখ থেকে শুরু হলেও, নিজের প্রতিভা কাজে লাগিয়ে নানা ধরনের ভাস্কর্য তৈরি করে জীবিকা নির্বাহ করছেন এই শিল্পী।