আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যকার দ্বান্দ্বিক ছিটমহল নাগোর্নো–কারাবাখে সহিংসতার ঘটনায় ৫ জন নিহত হয়েছে। স্থানীয় সময় রোববার (৫ মার্চ) আজারবাইজানের সেনাবাহিনী এবং আর্মেনীয় অধিবাসীদের মধ্যে গোলাগুলিতে এই নিহতের ঘটনা ঘটে। খবর আল–জাজিরার।
আর্মেনিয়া জানিয়েছে, তাদের তিন পুলিশ অফিসার নিহত হয়েছেন। অন্যদিকে আজারবাইজানের দাবি, তাদের দুই সেনা মারা গেছেন।
আজারবাইজানের দাবি, সীমান্ত অঞ্চলে তারা একটি আর্মেনিয়ার গাড়ি ধাওয়া করে। কারণ, তাদের সন্দেহ ছিল, ওই গাড়িতে করে বেআইনিভাবে অস্ত্র পাচার করা হচ্ছে। গাড়িটি থেকে আজারবাইজানের সেনার উপর গুলি করা হয়। আজারবাইজানও তার জবাব দেয়।
অন্যদিকে, আর্মেনিয়ার দাবি, সীমান্ত অঞ্চল দিয়ে তাদের পাসপোর্ট অফিসারদের একটি গাড়ি যাচ্ছিল। আজারবাইজানের সেনা বিনা প্ররোচনায় তাদের উপর গুলি করতে শুরু করে। অফিসাররাও জবাব দিতে বাধ্য হন।
সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে স্বাধীনতা লাভের পর থেকে আর্মেনীয় অধ্যুষিত নাগোর্নো–কারাবাখ নিয়ে আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে অন্তত দুই দফা বড় আকারে যুদ্ধ সংঘটিত হয়। তাতে প্রাণ হারিয়েছে কয়েক হাজার মানুষ। তবে তারপরও বিতর্কিত এ ছিটমহলটি নিয়ে সমস্যার সমাধান হয়নি।
২০২০ সালে এ দুই দেশের মধ্যে একটি ভঙ্গুর চুক্তি স্বাক্ষরিত হয়। যার ফলে সাড়ে ৬ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নেয়া যুদ্ধের সমাপ্তি ঘটে। পাশাপাশি এ চুক্তি আর্মেনিয়াকে বিপুল পরিমাণ ভূখণ্ড আজারবাইজানের নিয়ন্ত্রণে ছেড়ে দিতে বাধ্য করে এবং সেখানে রুশ শান্তিরক্ষীবাহিনী নিযুক্ত হয়।
আফ/দীপ্ত সংবাদ