ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ফেনীর ফুলগাজী উপজেলার ৩২টি কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। তাই এসব কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম।
মঙ্গলবার (৭ মে) বিকেল সাড়ে ৩টায় উপজেলার ৬টি ইউনিয়নে সহকারি রির্টানিং কর্মকর্তারা ভোট গ্রহনে নিয়োজিত প্রিসাইডিং ও সহকারি প্রিসাইডিং এর কাছে সরঞ্জামাদি বুঝিয়ে দেন। আগামীকাল বুধবার সকাল ৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ইসমাত জাহান লিপি বলেন, ফেনীর ফুলগাজী উপজেলায় চেয়ারম্যান পদে ২জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতিমধ্যে মহিলা ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
তিনি আরও জানান, ফুলগাজী উপজেলায় ১ লাখ ৬০ হাজার ৫ শত ৭১জন ভোটারের জন্য ৩২টি ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে। ৩২ জন প্রিজাইডিং অফিসার, ৩০১ জন পুলিশ সদস্য, আনসার ভিডিপি ৫৩১ জন, বিজিবি ২ প্লাটুন আইনশৃঙ্খলা রক্ষার্থে নিয়োজিত থাকবে।
মামুন/ আল/ দীপ্ত সংবাদ