ফেনী সদর উপজেলা যুবদলের সদস্য সচিব শাহাদাত হোসেনকে কুপিয়ে মারাত্মক আহত করেছে দুর্বৃত্তরা। রবিবার (১৬ এপ্রিল) রাতে তার বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করা হয়। এসময় যুবদল নেতাকে প্রথমে মারধর ও মাথায় কুপিয়ে মারাত্মক আহত করে হামলাকারীরা।
পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আহত যুবদল নেতাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেয়। অবস্থা আশংকাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বেলায়েত হোসেন বাচ্চুর ছোট ভাই উপজেলা যুবদলের সদস্য সচিব শাহাদাত হোসেন ইফতার শেষে বাড়িতে অবস্থান করছে। এসময় একদল দুর্বৃত্ত তার বাড়িতে হামলা চালায় এবং যুবদল নেতা শাহাদাতকে মারধর করে পরে বাড়ি থেকে তুলে নিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে পার্শবর্তী ভোর বাজারের পাশে ফেলে যায়।
স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। আহত শাহাদাতকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেয়। তার অবস্থা আশংকাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আসিফ ইকবাল জানান, আহত শাহাদাতের অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তাকে চট্টগ্রাম স্থানান্তর করা হয়েছে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন জানান, যুবদল নেতাকে কুপিয়ে আহত করার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখন পর্যন্ত কেউ কোন মামলা দায়ের কিংবা লিখিত অভিযোগ করেনি।
ফেনী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন খোন্দকার অভিযোগ করেন, যুবদল নেতা শাহাদাত হোসেন এর উপর আওয়ামী লীগ ও যুবলীগের সন্ত্রাসীরা হামলা চালিয়ে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে, তার বাড়িতে হামলা ও ভাংচুর করে। তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
আফ/দীপ্ত সংবাদ