ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোল এলাকায় একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা অপর একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপের চালক নিহত হয়েছেন। নিহত পিকআপ চালকের নাম কুদ্দুছ হাওলাদার (৩৫)। তিনি বরিশালের বাখরগঞ্জ উপজেলার বাসিন্দা ছিলেন।
এছাড়া দূর্ঘটনায় ৫ জন বাসযাত্রী আহত হয়েছে। তারা সবাই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বৃহস্পতিবার( ০৬ এপ্রিল) দুপুর ১টার দিকে এ দূর্ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, আজ বহস্পতিবার দুপুর ১টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার লালপুল এলাকা হয়ে একটি যাত্রীবাহী বাস ফেনীর দিকে যাচ্ছিল। ফেনীমুখী একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা অপর একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে পিকআপের চালক নিহত হয়েছে। এছাড়া ৫ জন বাস যাত্রী আহত হয়েছে। খবর পেয়ে ফেনীর মহিপাল হাইওয়ে পুলিশ দূর্ঘটনা স্থলে পৌঁছ হয়ে চালকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করেন।
মহিপাল হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেন বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে একজন পিকআপ চালক নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, তার লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে রাখা হয়েছে।
আল/দীপ্ত সংবাদ