ফেনীর সোনাগাজী উপজেলায় বাগানের ঝরা পাতা কুড়ানোকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই ইব্রাহিম খলিল (৩৯) হত্যার তিনদিন পর বড় ভাই ও ভাবির বিরুদ্ধে থানায় মামলা করেছে নিহতের স্ত্রী।
শুক্রবার (১৫ মার্চ) রাতে নিহতের স্ত্রী নাছিমা আক্তার বাদী হয়ে ভাশুর মোশারফ হোসেন ও তার স্ত্রী সুলতানা আক্তারকে আসামি করে মামলাটি করেছেন।
নিহত ইব্রাহীম খলিল ও আসামি মোশারফ হোসেন এবং সুলতানা আক্তার সোনাগাজী উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের পশ্চিম চর চান্দিয়া এলাকার বাসিন্দা।
আরও পড়ুন: অবন্তিকার আত্মহত্যা: যা বললেন অভিযুক্ত শিক্ষক
পুলিশ ও এজাহার সূত্র জানায়, গত শনিবার দুপুরে বাড়ির পাশে বাগানের গাছ থেকে ঝরা পাতা কুড়ানোকে কেন্দ্র করে ইব্রাহীম খলিলের সঙ্গে তার ভাই মোশারফের কথা কাটাকাটি হয়। পরদিন রবিবার আবারও একই বাগানে পাতা কুড়ানোকে কেন্দ্র করে ঝগড়ার একপর্যায়ে মোশারফ ও তার স্ত্রী সুলতানা আক্তার, ইব্রাহীমকে লাঠি দিয়ে মাথায় আঘাত করলে সে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। ইব্রাহীমের স্ত্রী নাছিমা আক্তার ঘটনাস্থলে গেলে তাকেও পেটানো হয়।
মারধরের পর প্রতিবেশীরা ইব্রাহীমকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ফেনী জেনারেল হাসপাতাল হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৩ মার্চ) তিনি মারা যান। ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার (১৪ মার্চ) রাতে ইব্রাহীমের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদীপ রায় পলাশ বলেন, ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছেন। পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তাদের অবস্থান শনাক্ত ও গ্রেপ্তারের অভিযান চালিয়ে যাচ্ছে।
আবদুল্লাহ/সুপ্তি/এসএ/দীপ্ত সংবাদ