ফিলিস্তিন ভূখণ্ডের পরিস্থিতি তদন্তের জন্য পাঁচ দেশের কাছ থেকে যৌথ অনুরোধ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত–আইসিসি।
বিষয়টি নিশ্চিত করেন আন্তর্জাতিক অপরাধ আদালত–আইসিসি‘র প্রসিকিউটর করিম খান।
প্রসিকিউটর জানান, সাউথ আফ্রিকা, বাংলাদেশ, বলিভিয়া, কমোরোস এবং জিবুতি যৌথভাবে স্থানীয় সময় শুক্রবার এ আবেদন করে।
আইসিসির প্রসিকিউটরের দপ্তর এক বিবৃতিতে আরও জানায়, ফিলিস্তিন ভূখণ্ডে অপরাধ সংঘটনের উল্লেখযোগ্য তথ্য ও প্রমাণ তারা এরইমধ্যে সংগ্রহ করেছে।
এদিকে, অবরুদ্ধ গাজার আল শিফা হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটের কোন রোগী আর বেঁচে নেই বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
গাজার হাসপাতালগুলোয় ইসরায়েলের হামলা শুরুর পর চিকিৎসা কার্যক্রমে বাধার কারণে আইসিইউ, এনআইসিউসহ সকল গুরুত্বপূর্ণ ইউনিটগুলোর কার্যক্রম প্রায় বন্ধ হয়ে যায়।
গাজায় ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা এরই মধ্যে ১২ হাজার ছাড়িয়েছে।
এসএ/দীপ্ত নিউজ