পশ্চিমতীর ও গাজায় প্রায় ১০ লাখ ফিলিস্তিনি নাগরিকের বসবাস। যার মধ্যে সাড়ে তিন লাখ দরিদ্র মানুষ জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির আওতায় খাদ্য ও অর্থ সহায়তা পেত। কিন্তু সম্প্রতি অনুদানের অভাবে প্রায় ৬০ শতাংশ মানুষকে সহায়তা দেয়া বন্ধ করে দিয়েছে ডাব্লিউএফপি।
জেকরিয়াত কারাম, পশ্চিম তীরের জেনিনে বসবাসকারী এক ফিলিস্তিনি মা। ছয় সন্তানকে নিয়ে আছেন দিশেহারা অবস্থায়। প্রতিনিয়ত কাটছে বাচ্চাদের খাবার জোগাড়ের চিন্তায়। পুরো পরিবার স্থানীয় মুদির দোকানে ঋণ নিয়ে বেঁচে আছেন।
অধিকৃত পশ্চিম তীর এবং গাজায় তার মতো হাজারো পরিবার আছে এমন দুশ্চিন্তায়। অর্থায়নের অভাবে গত মে মাসে ফিলিস্তিনের ৬০ শতাংশ দরিদ্র মানুষ অর্থাৎ প্রায় ২ লাখ মানুষকে সহায়তা দেয়া বন্ধ হয়েছে।
বিশ্ব খাদ্য সংস্থা শুধু খাবার নয় নগদ সহায়তাও করতো দরিদ্র পরিবারগুলোকে। সহায়তা বন্ধ হয়ে যাওয়ায় এর প্রভাব পড়েছে পশ্চিমতীরের অর্থনীতিতে।
বর্তমানে পশ্চীমতীর ও গাজার প্রায় দেড় লাখ মানুষকে সহায়তা দিচ্ছে বিশ্ব খাদ্য সংস্থা। নভেম্বরের মধ্যে সহায়তা না বাড়লে এ সংখ্যাও কমে আসবে।
আল/দীপ্ত সংবাদ