পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে দুই–একদিনের মধ্যে কর্মস্থলে ফিরতে শুরু করবেন মানুষ। তবে, এরইমধ্যে দেশে করোনাভাইরাসের সংক্রমণ আবারও ঊর্ধ্বমুখী হওয়ায় ট্রেনযাত্রার সময় যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলার এবং মাস্ক পরার অনুরোধ জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।
রবিবার (৮ জুন) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।
এতে বলা হয়, সম্প্রতি কোভিড–১৯ সংক্রমণ হারের ঊর্ধ্বগতি বিবেচনা করে জনসমাগমপূর্ণ এলাকায় সবাইকে মাস্ক পরার জন্য অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বিশেষত বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ধরনের স্থান এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ঈদ পরবর্তী ট্রেন যাত্রায় সব যাত্রীকে স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য এবং মাস্ক পরার জন্য রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সবাইকে অনুরোধ জানানো হলো।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে প্রায় ২০ শতাংশ। রাজধানীসহ বিভিন্ন বিভাগে শনাক্তের হারও আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, করোনার নতুন উপধরন (ভ্যারিয়েন্ট) তুলনামূলক কম লক্ষণযুক্ত হলেও বয়স্ক ও রোগপ্রবণ ব্যক্তিদের জন্য এটি বিপজ্জনক হতে পারে। ট্রেনের মতো পরিবহণে দীর্ঘ সময় ঘনিষ্ঠভাবে অবস্থানের কারণে ভাইরাস সংক্রমণের ঝুঁকি অনেক বেশি। মাস্ক পরা, হাত ধোয়া এবং গণপরিবহনে হাঁচি–কাশির শিষ্টাচার মেনে চললে সংক্রমণ অনেকাংশে রোধ করা সম্ভব।
 
  দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক 
  
  
 