হারলেই বিদায় আর জিতলে ফাইনাল। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে পাকিস্তানের বিপক্ষে আগে ফিল্ডিং করছে বাংলাদেশ। তিন পরিবর্তন নিয়ে খেলতে নেমে দারুণ শুরু করে টাইগাররা।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুবাইতে এশিয়া কাপ ‘অঘোষিত সেমিফাইনালে‘ টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৫ রান করেছে পাকিস্তান। ফাইনালে যেতে টাইগারদের দরকার ১৩৬ রান।
বল হাতে ইনিংস শুরু করেন পেসার তাসকিন আহমেদ। চতুর্থ বলেই পাক ওপেনার সাহিবজাদা ফারহান‘কে আউট করেন। এরপর ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে বাংলাদেশকে দ্বিতীয় সাফল্য এনে দেন শেখ মেহেদী। ক্রিজে আসা সাইম আয়ুবকে সাজঘরে ফেরান এই স্পিনার।
৫ রানে ২ উইকেট হারিয়ে বিপদে পড়া পাকিস্তানকে টেনে তোলার চেষ্টা করছিলেন ফাখর জামান ও সালমান আগা। কিন্তু খুব বেশিদূর এগুতে পারেনি। রিশাদ হোসেনের মায়াবী ঘূণির ফাঁদে পড়ে উইকেট হারান ফাখর জামান ও হুসাইন তালাত।
এরপর পাকিস্তান অধিনায়ক সালমান আগা কিছুটা বিপজ্জনক হয়ে উঠছিলেন। ২৩ বলে ১৯ রান করেন তিনি। কিন্তু মোস্তাফিজের একটি স্লোয়ারে বিভ্রান্ত হয়ে ক্যাচ দেন উইকেটের পেছনে জাকের আলী অনিকের হাতে। পাকিস্তানের সংগ্রহ তখন ৫ উইকেট হারিয়ে ৪৯ রান।
ক্রিজে নেমে তিনবার জীবন পেয়ে ১৩ বলে ২ ছক্কার মারে ১৯ রান করেন শাহিন শাহ আফ্রিদি। অষ্টম উইকেটে বিপর্যয় কাটিয়ে দলের সংগ্রহ শতরান পার করে দেন মোহাম্মদ হারিস ও মোহাম্মদ নেওয়াজ। ২৩ বলে ২ চার ও ১ ছক্কায় ৩১ রান করে দলীয় ১০৯ রানে বিদায় নেন হারিস। ১৫ বলে ২ ছক্কা ও ১ চারের মারে ২৫ রান করে কিছুক্ষণ পর বিদায় নেন নাওয়াজ। ৯ বলে ১৪ রানে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ফাহিম আশরাফ।
বাংলাদেশের পক্ষে ২৮ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন তাসকিন। ৪.৫ ইকোনমিতে মাত্র ১৮ রান খরচায় ২ উইকেট নিয়েছেন রিশাদ হোসেন। ২৮ রান খরচায় ২ উইকেট নিয়েছেন মেহেদী। ৩৩ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন মোস্তাফিজ আর ২৮ রান খরচায় উইকেটশূন্য ছিলেন তানজিম হাসান সাকিব।
এসএ