প্রায় ৩২ বছর সাজা ভোগের পর মুক্তি পেয়েছেন কারাগারে ২৬ জনকে ফাঁসির দঁড়িতে ঝোলানো জল্লাদ শাহজাহান ভূঁইয়া। রবিবার (১৮ জুন) কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।
এসময় সাংবাদিকরা যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ফাঁসির সময় তার আচরণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘ফাঁসির মঞ্চে তিনি (সাকা চৌধুরী) চুপচাপই ছিলেন। একজন মানুষ যত উচ্ছৃঙ্খলই হোক না কেন; যখন সে জানছে- আমি আরেকটু পর চলে যাব দুনিয়া থেকে, তখন সে অন্য কোনো কথা বলতে পারে না।‘
এ ব্যাপারে তিনি আরও যোগ করে বলেন, ‘তবে জেলখানায় তিনি উচ্ছৃঙ্খল আচরণ করেছেন। কারা কর্তৃপক্ষের সাথেও খারাপ ব্যবহার করেছেন। কিন্তু ফাঁসির দিন চুপচাপই ছিলেন। কারণ তিনি বুঝতে পেরেছেন এখানে তার আর কিছুই করার নেই।‘
২০১৫ সালের ২২ নভেম্বর রাত ১২টা ৪৫ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। তার বিরুদ্ধে করা মোট ২৩টি মামলার মধ্যে হত্যা, নির্যাতন, গণহত্যা ইত্যাদিসহ মোট নয়টি মামলা প্রমাণিত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।
ইমাম/দীপ্ত নিউজ