প্রিমিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ইআরপি সফটওয়্যার সেবা দেবে সিসনোভা ইনফরমেশন সিস্টেম লিমিটেড।
শনিবার (১৯ এপ্রিল) রাজধানীর গুলশানে প্রিমিটেকের প্রধান কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে এই চুক্তি হয়। ফলে সিসনোভার উন্নত বিজনেস ম্যানেজমেন্ট সফটওয়্যার সেবা পাবে প্রিমিটেক।
দীর্ঘ ১৮ বছর ধরে এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং– ইআরপি সফটওয়্যার সেবা দিয়ে আসছে সিসনোভা ইনফরমেশন সিস্টেম লিমিটেড। বিভিন্ন খাতে কাজ করছে প্রতিষ্ঠানটি।
ইআরপি সেবা দিতে প্রিমিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সাথে চুক্তি করেছে সিসনোভা।সিসনোভার পরিচালক কাজী জাহিন হাসান ও প্রিমিটেকের ব্যবস্থাপনা পরিচালক এম এ কাইয়ুম এতে সই করেন। এ উপলক্ষ্যে কাটা হয় কেক।
সিসনোভার কাছ থেকে কাঙ্খিত সেবা পাওয়ার আশা ব্যক্ত করেন প্রিমিটেকের ব্যবস্থাপনা পরিচালক।
সিসনোভার পরিচালক কাজী জাহিন হাসান বলেন, বাজারে অনেক ইআরপি কোম্পানি রয়েছে। চুক্তি অনুযায়ী গ্রাহককে যথাযথ সেবা দিতে প্রস্তুত তাঁর প্রতিষ্ঠান।
অনুষ্ঠানে উভয় কোম্পানির ঊর্দ্ধতন কর্মর্কতারা উপস্থিত ছিলেন।
আল