ঢাকা–আরিচা মহাসড়কে দাড়িয়ে থাকা একটি প্রাইভেটকার থেকে ২৪ কেজি গাঁজাসহ মাসুদ রানা (২৮) নামের এক মাদক ব্যবসায়িকে আটক করেছে সাভার হাইওয়ে থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।
শনিবার (১৩ মে) রাত ৯টার দিকে ঢাকা–আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মাসুদ রানা ময়মনসিংহের কতোয়ালি থানার মির্জাপুর এলাকার আব্দুর সাত্তারের ছেলে। তিনি প্রাইভেটকারের চালক।
সাভার হাইওয়ে থানার উপ–পরিদর্শক (এসআই) বাবুল আকতার বলেন, শনিবার রাতে ঢাকা–আরিচা মহাসড়কে ডিউটিরত অবস্থায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেটে এলাকায় একটি প্রাইভেটকার দীর্ঘ সময় দাড়িয়ে থাকায় সন্দেহ হয়। এসময় গাড়ি থেকে একটু দূরে দাড়িয়ে থাকা একজন পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়।
এরপর প্রাইভেটকারের ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করলে গাড়িতে দুইটি বস্তা আছে বলে জানায়। পরে বস্তা খুলে স্কচটেপ মুড়ানো ৬টি প্যাকেট পাওয়া যায়। যার প্রত্যেক প্যাকেটে ৪ কেজি করে গাঁজা রয়েছে। পরে গাঁজাসহ গাড়িটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়।
সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক বলেন, আটককৃত মাসুদ রানাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ঢাকার কুড়িল বিশ্বরোড এলাকা থেকে গাড়ি নিয়ে মানিকগঞ্জের দিকে যাচ্ছিল। সে তার সাথে থাকা ব্যক্তির ব্যাপারে এখোনো কোনো তথ্য না দেয়ায় তাকে জিজ্ঞাসাবাদ চলছে। সেই সাথে তার বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি চলছে।
এফএম/দীপ্ত সংবাদ