প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বরগুনায় ঈদ উপহার পেয়েছেন ২০ হাজার পরিবার। চারদিন ব্যাপি ব্যক্তি উদ্যোগে এ উপহার বিতরণ করেন ‘গরীবের বন্ধু‘ খ্যাত আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সহ সম্পাদক ও বরগুনা জেলা আওয়ামী লীগের নেতা এস এম মশিউর রহমান শিহাব।
শুক্রবার (২১ এপ্রিল) সকালে বরগুনা শিল্পকলা একাডেমিতে এ ঈদ উপহার বিতরণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হাবিবুর রহমান।
এর আগে মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে বরগুনা সদরের আয়লা পাতাকাটা ইউনিয়নের বৈকালীন বাজারে এক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উপহার বিতরণের শুভ সূচনা করেন এস এম মশিউর রহমান শিহাব।
এসময় আয়লা পাতাকাটা ইউনিয়নের চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন, সাবেক চেয়ারম্যান গাজী শামসুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বরগুনার ১৮ টি স্থানে ২০ হাজার পরিবারের মাঝে আওয়ামী লীগ নেতা এসএম মশিউর রহমান শিহাবের অর্থায়নে ঈদ উপহার হিসেবে শাড়ী ও লুঙ্গি বিতরণ করা হয়।
এ প্রসঙ্গে এস এম মশিউর রহমান শিহাব বলেন, দীর্ঘ দিনধরে অসহায় দরিদ্র মানুষের পাশে আছি। নিজ কষ্টার্জিত অর্থের সিংহভাগ তাদের পেছনে খরচ করছি, মানুষের ভালবাসায় তাদের হৃদয়ে যায়গা পেয়েছি।
এমি/দীপ্ত