প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রান ও কল্যান তহবিল থেকে আর্থিক অনুদানের চেক পেয়েছেন পিরোজপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৬৫ জন পরিবারের সদস্যরা। রবিবার (৩০ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের মিলনায়তেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ করেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।
এ সময় আরো উপস্থিত ছিলেন, পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভিন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কানাই লাল বিশ্বাস, সাংবাদিক মাহামুদ হোসেন প্রমুখ।
চেক প্রদান পূর্ব সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের তৃর্ণমূল পর্যায়ের মানুষের সকল সুখ–দুঃখের খোঁজ–খবর রাখেন। পিরোজপুরের গ্রাম পর্যায়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের বিষয়ে প্রধানমন্ত্রী জেনে তাদের সহায়তার হাত বাড়িয়েছেন।
এ সময় পিরোজপুর জেলার বিভিণ্ন স্থানে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৫৬ জনের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রান ও কল্যান তহবিল থেকে জনপ্রতি ২৫ হাজার টাকা করে ১৪ লক্ষ টাকার চেক প্রদান করা হয়।
এফএম/দীপ্ত সংবাদ