আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সম্মান জানিয়ে প্রথমাবারের মতো রপ্তানিকৃত তৈরি পোশাকে বাংলা ভাষার ব্যবহার করেছে নারায়ণগঞ্জের একটি রপ্তানিমুখি তৈরি পোশাক শিল্প প্রতিষ্ঠান।
এখন থেকে মালয়েশিয়ার বাজারে রপ্তানি করা পোশাকের প্রস্তুতকারকের ট্যাগগুলোতে ‘মেড ইন বাংলাদেশ’র সঙ্গে বাংলা হরফে ‘বাংলাদেশে তৈরি’ লেখাটিও সংযুক্ত থাকবে। যা বাংলাদেশে এবারই প্রথম।
উইজডম অ্যাটায়ার্সের পরিচালক আক্তার হোসেন অপূর্ব বলেন, “আমাদের দীর্ঘদিনের একটি প্রচেষ্টার ফল দেশের একটি মাইলফলক তৈরি করেছে। আমাদের এ অর্জন শুধু ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধাই নয়, এটি বাঙালিদের জন্য গর্বের।”
বাংলাদেশের তৈরি পোশাকের গুণগত মান ভোক্তাদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। বাংলার এমন ব্যবহার পোশাক শিল্পের নতুন ইতিহাস রচনা করেছে।
আল/দীপ্ত