ফেনীর জহিরিয়া মসজিদে প্রতিদিন ইফতার করেন ৬ শতাধিক রোজাদার।
প্রত্যেক বছর রমজান মাসের প্রতিদিনই ইফতারের সময় এ মসজিদের তৃতীয় তলা রোজাপালনকারীদের মিলনমেলায় পরিণত হয়। পুরো রমজান মাস জুড়েই চলে এ ইফতার আয়োজন। প্রতিবছরের মতো এ বছরও মসজিদে মাসব্যাপী ইফতারের আয়োজন করা হয়েছে।
আয়োজকরা জানান, প্রতিদিন ৫শ থেকে ৭শ মানুষ ইফতার করেন। ৬টা বাজার আগেই মসজিদের তৃতীয় তলায় সারি সারি সাজানো হয় প্লেট আর শরবতের গ্লাস। প্রতিটি প্লেটে ছোলা, পেঁয়াজু, বেগুনি, মুড়ি, খেজুর আর জিলাপি দেয়া হয়। এ আয়োজনের ১৩ জন স্বেচ্ছাসেবক নিয়োজিত রয়েছেন। ইফতারের আগমুহুর্তে ধর্মীয় আলোচনা ও রোজাদারদের নিয়ে দোয়া–মোনাজাত হয়।
ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত জয়নাল আবদীন লিটন জানান, প্রতিদিন দুপুরের পর থেকে ইফতারের প্রস্তুতি শুরু হয়। আসরের পর মসজিদে পৌছে গেলে সুশৃঙ্খল ও সারিবদ্ধভাবে বসে যান ধনী–গরিব সব শ্রেণির রোজাদার। প্রতিদিন ৬শ মানুষের জন্য ইফতার তৈরি করা হলেও কোন কোন দিন এই সংখ্যা ৭ থেকে ৮শ ছাড়িয়ে যায়।
ইফতারের আয়োজক শাহীন হায়দার জানান, জহিরিয়া মসজিদে শত শত মুসল্লীর ইফতার ঐতিহ্যে পরিণত হয়েছে। এখানে কোন ভেদাভেদ নেই। সব শ্রেনির রোজাদাররা একসঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন। অতীতের ধারাবাহিকতায় মাসব্যাপী ইফতার আয়োজন অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, ২০১০ সাল থেকে চলছে ইফতারের এ নিয়মিত আয়োজন। সাধারণ মুসল্লিদের অংশগ্রহণ ও কমিটির তত্ত্বাবধানেই পরিচালিত হয় ইফতারের এন্তেজাম।
আফ/দীপ্ত সংবাদ