পোস্টাল ব্যালট নিয়ে যে বিতর্ক উঠেছে তার স্বচ্ছতা নির্বাচন কমিশনকেই নিশ্চিত করতে হবে, পাশাপাশি তা জনগনের কাছে প্রকাশ করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের আয়োজনে বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিল অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
এ সময় তিনি আরো বলেন, নিবার্চন নিয়ে যাতে প্রশ্ন না উঠে সেই ব্যবস্থা নির্বাচন কমিশনকে করতে হবে। সবাই চাই সুষ্ঠ নির্বাচন। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে।
এছাড়া প্রার্থীদের নিরাপত্তাহীনতার প্রশ্ন যদি এসে থাকে সে দায় সরকার, প্রশাসনকে নিতে হবে। যে সমস্ত সংস্থা নির্বাচনের সাথে যুক্ত আছে তাদের ভূমিকা যাতে প্রশ্নবিদ্ধ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে বলেও জানান তিনি।