ক্যাথলিক খ্রিস্টানদের প্রয়াত ধর্মগুরু পোপ ফ্রান্সিসের (৮৮) শেষকৃত্য আজ শনিবার অনুষ্ঠিত হবে।
স্থানীয় সময় সকাল ১০টায় ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকা গির্জার সামনের উন্মুক্ত প্রাঙ্গণে হবে তার অন্ত্যেষ্টিক্রিয়া।
চার্চের সর্বোচ্চ ধর্মীয় ব্যক্তিদের উপস্থিতিতে এ অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন ক্যাথলিক কার্ডিনাল কলেজের ডিন জিওভান্নি বাত্তিস্তা রে। শেষকৃত্য শেষে তিনি ‘চূড়ান্ত সমর্পণ প্রার্থনা’ পাঠ করবেন, যার মধ্য দিয়ে পোপকে ঈশ্বরের হাতে আনুষ্ঠানিকভাবে সমর্পণ করা হবে।
ফ্রান্সিসের মরদেহ তার ইচ্ছা অনুযায়ী, কাঠ ও দস্তার তৈরি কফিনে করে চার্চের ভেতরে নেওয়া হবে।
এরপর মরদেহ নিয়ে যাওয়া হবে রোমের সান্তা মারিয়া মেজিওর ব্যাসিলিকায়। সেখানেই তার সমাধি হবে।
ক্যাথলিক রীতি অনুযায়ী, কোনো পোপের মৃত্যু হলে সাধারণত ৪ থেকে ৬ দিনের মধ্যে সেন্ট পিটার্স স্কয়ারে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়।
তবে পোপ ফ্রান্সিস তার জীবদ্দশায় একাধিকবার বলে গেছেন, তিনি চান তার শেষকৃত্য যেন আড়ম্বরপূর্ণ না হয়। তাই তিনি হবেন গত এক শতাব্দীর মধ্যে প্রথম সর্বোচ্চ ক্যাথলিক ধর্মগুরু, যিনি ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকার নিচে শায়িত না হয়ে রোমের সান্তা মারিয়া মেজিওর ব্যাসিলিকায় সমাধিস্থ হবেন।
এসএ