ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে নানান আনুষ্ঠানিকতায় খাগড়াছড়ির ভাইবোন ছড়ায় ঐতিহ্যবাহী কংচাইরী পাড়া আদর্শ বৌদ্ধ বিহারে ১০তম পটঠান পাঠ ও ৪২ তম দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (নভেম্বর) সকালে রাংম্যে মারমা ও ওয়ংম্রাসং মারমা আয়োজনে কংচাইরী পাড়া আদর্শ বৌদ্ধ বিহারে দায়ক দায়িকা সহযোগিতায় শুভ কঠিন চীবর দানোৎসব হয়।
এ ধর্মীয় অনুষ্ঠানে দূর দূরান্ত থেকে হাজারো পূণ্যার্থীরা দানোত্তম কঠিন চীবর দানে সমাগম হয়েছে বিহারে।
পণ্যার্থীরা পঞ্চশীল গ্রহন শেষে, সংঘদান, অষ্টপরিষ্কার দান, পানীয় দান, বুদ্ধ মূর্তি দান, চীবর দান, কল্পতরু দানসহ নানাবিধ দান করা হয়।
এসময় পূণ্যার্থীর উদ্দেশ্য ধর্মদেশনা দেন ধর্মীয় গুরু ভান্তে ভিক্ষু এসোসিয়েশন অব বাংলাদেশ কমিটির সভাপতি সভনা মহাথের। তাছাড়া বিশেষ ভাবে ধর্মীয় দেন পামোক্ষা মহাথের, আগাসারা ভিক্ষু প্রমুখ।
অনুষ্ঠানে জগতের সকল প্রাণি সুখ, শান্তি ও মঙ্গল কামনা করা হয়, সন্ধ্যায় ফানুস উড়ানো হবে।
প্রদীপ/মোরশেদ আলম/দীপ্ত নিউজ