পিলখানা হত্যাকাণ্ডের সঠিক বিচার নিশ্চিতে যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, এ বিষয়ে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন কাজ করছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় শহীদ সেনা দিবসে বনানী সামরিক কবরস্থানে পিলখানার শহীদ সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘পিলখানা হত্যাকাণ্ডের সঠিক বিচার নিশ্চিতে যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন কাজ করছে। আমরা চাই, কেউ যেন বিচার থেকে রেহাই না পায়।‘
তিনি আরও বলেন, ‘এই নারকীয় হত্যাযজ্ঞে যারা জড়িত, তাদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।‘
এ সময় তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। চুরি, ডাকাতি ও ছিনতাই রোধে সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত থেকে যৌথ অভিযান শুরু হয়েছে। এ বিষয়ে তিনি বলেন, ‘যদি কোনো বাহিনীর সদস্যের বিরুদ্ধে গাফিলতির প্রমাণ পাই, তাহলে কাউকে ছাড় দেয়া হবে না। অভিযানে কোনো পুলিশ, বিজিবি, র্যাব, আনসার বা কারা অধিদপ্তরের সদস্য জড়িত থাকলে, তাদেরও আইনের আওতায় আনা হবে।‘
উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত হত্যাযজ্ঞে ৫৭ জন সেনা কর্মকর্তা সহ ৭৪ জন নিহত হন, যা দেশের ইতিহাসে অন্যতম ভয়াবহ ট্র্যাজেডি হিসেবে বিবেচিত হয়।