বেসরকারি জনকল্যাণমূলক উন্নয়ন প্রতিষ্ঠান শক্তি ফাউন্ডেশনের ৩১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (১০ এপ্রিল) সকালে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।
এ সময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মাধবী রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সেলিম হোসেন, জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ, শক্তি ফাউন্ডেশন ডিরেক্টর শংকর কুমার সরকার, বরিশাল রিজিওন হেড এস এম শরীফুল হাসান, পিরোজপুর এরিয়া সুপারভাইজার মাসুদ রানা সহ পিরোজপুর এরিয়ার সকল স্টাফ।
এ সময় শক্তি ফাউন্ডেশনের পক্ষ থেকে জেলা প্রশাসকের কার্যালয় প্রঙ্গণের বিভিন্ন স্থানে ৫০ টি বনজ ও ফলজ গাছ রোপণ করা হয়।
শক্তি ফাউন্ডেশন বর্তমানে স্বাস্থ্য সেবা ও সুরক্ষা, নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তন, আর্থ–সামাজিক উন্নয়ন, উদ্যোক্তা তৈরি ও প্রশিক্ষণ প্রদান করে উপযুক্ত ঋণ দানের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ গঠনে কাজ করে যাচ্ছে।
৩১ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শক্তি ফাউন্ডেশন গ্রীণ ইনিশিয়েটিভ প্রকল্পের মাধ্যমে দেশের ৫৫টি জেলাতে ৩,১০০ টি বৃক্ষরোপনের পরিকল্পনা হাতে নিয়েছে।
এমি/দীপ্ত