বিদ্যুতের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, চাল-ডাল,তেল, কৃষি উপকরণ, শিক্ষা উপকরণসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধগতির প্রতিবাদে এবং খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে কর্মসূচি পালন করেছে বিএনপি। বুধবার (১২ই এপ্রিল) পিরোজপুরের চিড়াপড়া ইউনিয়ন ও ২নং কদমতলা ইউনিয়নে কর্মসূচি পালন করা হয়।
পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক আলমগীর হোসেন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কাউখালী উপজেলার চিড়াপাড়া ইউনিয়নের গাজীরুল্লা বাজারে বিএনপির সভাপতি ইউলেট মিয়ার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. শাহীন এর সঞ্চালনায় কর্মসূচি শুরু হলে পুলিশের বাঁধার মুখে কর্মসূচি পন্ড হয়ে যায়। এসময়ে পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক আলমগীর হোসেনর সাথে পুলিশের বাক বিতন্ড এবং ধাক্কাধাক্কিও এক পর্যায় কর্মসূচি সংক্ষিপ্ত করা হয়।
এসময় আলমগীর হোসেন বলেন, আওয়ামী লীগ আজ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে বলেই, নিরপেক্ষ নির্বাচনকে ভয় পায়। অবৈধ এই সরকারের সীমাহীন দুর্নীতি, অর্থ লুট, মানি লন্ডারিংয়ের কারণে দেশের মানুষ তাদের নিত্যপণ্যের ক্রয় ক্ষমতা হারিয়ে ফেলেছে।
তিনি বিচার বিভাগের কথা উল্ল্যেখ করে বলেন, দেশের আজ বিচারের নামে প্রহসন করা হচ্ছে। সরকার বিচার বিভাগকে ধ্বংস করেছে। এদেশে আর রাতের বেলার ভোট হবে না। যারা স্বপ্ন দেখছেন অবৈধ প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে আবারও ক্ষমতায় থাকবো, সেই স্বপ্ন পূরণ এদেশের মানুষ আর হতে দেবে না।
এসময় আরো উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মিয়া, লিয়াকত হোসেন তালুকদার, পিরোজপুর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন তালুকদার কুমার, কাউখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাকিব তালুকদার, পিরোজপুর জেলা ছাত্রদলের সহ সভাপতি মাওলাদ হোসেন তালুকদার, যুগ্ম সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম সেতু প্রমুখ।
এমি/দীপ্ত