সংস্কারের অভাবে পিরোজপুরের অধিকাংশ বেইলি ব্রিজ নির্বিঘ্নে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এগুলোর ওপর নিয়ে যাতায়াত করছে অসংখ্য যানবাহন ও মানুষ। ঘটছে দুর্ঘটনা। কিন্তু কার্যকর ও দৃশ্যমান উদ্যোগ নেই কর্তৃপক্ষের।
পিরোজপুর-মঠবাড়িয়া-পাথরঘাটা এবং পিরোজপুর-কাউখালী- স্বরুপকাঠী রুটের প্রায় ১১০ কিলোমিটার সড়কে বেইলি ব্রিজের সংখ্যা ৭১। এগুলোর বেশির ভাগই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ভাঙা পাটাতনে গাড়ির চাকা আটকে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।
দীর্ঘদিন ধরে ঝুঁকি নিয়েই এসব ব্রিজের ওপর দিয়ে যানবাহন চলাচল করছে।বেশ কয়েকটি ব্রিজ উচ্চ ঝুঁকিতে রয়েছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। জরাজীর্ণ এসব বেইজি নতুন করে নির্মাণ ও মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় সড়ক বিভাগ।
পিরোজপুরের ৫টি জেলা সড়কে শতাধিক বেইলি ব্রিজ রয়েছে।