বর্ষা মৌসুমে টাইফয়েড, কলেরাসহ বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। সাথে রয়েছে ডেঙ্গুর প্রকোপ। সচেতনতার অভাবেই এসব রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাদের বিশেষ যত্ন রাখার পাশাপাশি জরুরি কিছু লক্ষণ বুঝে দ্রুত শিশুকে হাসপাতালে নেওয়ার পরামর্শ দিচ্ছেন তারা।
হাসপাতালে ভর্তি হওয়া প্রতিটি শিশুর ভিন্ন ভিন্ন গল্প। হালকা জ্বর ঠান্ডা কাশি থেকেই গুরুত্বর অসুখে ভুগতে হচ্ছে তাদের।
বর্ষার এই মৌসুমে রাস্তাঘাটে নোংরা পানি জমে থাকার কারণে সৃষ্টি হতে পারে অসুখ। এ ছাড়া পরিচ্ছন্নতার অভাবও অসুখের অন্যতম কারণ। ঠান্ডা, কাশি, জ্বর, গলা ব্যাথা কিংবা ডায়রিয়াজনিত রোগ থেকে রক্ষা করতে চাইলে প্রথমে বৃষ্টির পানি থেকে সর্তক থাকতে হবে । ঠান্ডা, কাশি হলে প্যারাসিটামল এবং তরল খাবার খেতে হবে। এছাড়াও ভিটামিন ‘সি‘ সমৃদ্ধ খাবার খাদ্যতালিকায় অর্ন্তভুক্ত করতে হবে।
বর্ষার এই মৌসুমে মশা–মাছির উপদ্রব বাড়ে তাই খাবার ভালোভাবে ঢেকে রাখতে হবে। যাতে খাবারের উপর মশা–মাছি বসে জীবাণু ছড়াতে না পারে। সকলভাবেই এই মৌসুমে সচেতন থাকার চেষ্টা করতে হবে।
পূর্ণ/ দীপ্ত নিউজ