‘পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি’র ৬৪ জেলার ৩০০ উপজেলার ১৫ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে ২৫ লক্ষ শিক্ষার্থীর জন্য প্রায় ৩১ লক্ষ নির্বাচিত বই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রবিবার (৩ ডিসেম্বর) বাংলামোটরস্থ বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে বেলা ১১ টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি)-এর অন্তর্ভুক্ত স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যান্ড রিডিং স্কিলস অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস স্কিমের আওতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বই বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি এবং সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন) এবং এসইডিপি’র ন্যাশনাল প্রোগ্রাম কো–অর্ডিনেটর জনাব মোহাম্মদ খালেদ রহীম, এসইডিপি’র প্রোগ্রাম কো–অর্ডিনেটর এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (কলেজ) জনাব আ ন ম আল ফিরোজ, স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যান্ড রিডিং স্কিলস অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস স্কিমের পরিচালক প্রফেসর সৈয়দ মইনুল হাসান, পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির টিম লিডার ও বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ এবং বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক জনাব শামীম আল মামুন।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেন, শিক্ষার্থীদের অবশ্যই উদ্ভাবনী ও সৃজনশীল মনোভাব তৈরি করতে হবে। তাদের উদ্ভাবনী ও সৃজনশীল শক্তিকে বাড়িয়ে নেবার জন্য পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির এই বইগুলো অবশ্যই পড়া দরকার। এই বইগুলো শুধু শিক্ষার্থীরাই নয় তাদের স্বজনরাও পড়তে পারবে। সুতরাং এই কর্মসূচির মাধ্যমে জ্ঞানের অবারিত দরজা আমাদের সামনে উম্মোচিত হবে। বর্তমানে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি ১৫০০০ শিক্ষা প্রতিষ্ঠানে চালু থাকলেও পর্যায়ক্রমে দেশের সকল মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে উক্ত কার্যক্রম বাস্তবায়িত হবে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন) এবং এসইডিপি’র ন্যাশনাল প্রোগ্রাম কো–অর্ডিনেটর জনাব মোহাম্মদ খালেদ রহীম তাঁর বিশেষ অতিথির বক্তব্যে বলেন, বিশ্বসাহিত্য কেন্দ্রের এই কর্মসূচিটি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের হাত ধরে এখন পর্যন্ত অব্যাহত আছে। কর্মসূচির ২৫ লক্ষ শিক্ষার্থী বইগুলো পড়ে নিজেদের উন্নত করার পাশাপাশি তাদের পরিবারকেও উন্নত করবে।
এসইডিপি’র প্রোগ্রাম কো–অর্ডিনেটর এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (কলেজ) জনাব আ ন ম আল ফিরোজ বলেন, আগামী দুই বছরে এই কর্মসূচি যাতে আরো সুন্দরভাবে চলে সে ব্যাপারে আমরা কাজ করছি। বইপড়াকে অভ্যাসে পরিণত করাই আমাদের লক্ষ্য।
পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির টিম লিডার ও বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ তাঁর বক্তব্যে বলেন, ব্রিটিশরা যেমন আমাদের চা ধরিয়েছে তেমনি আমরা এ দেশের মানুষের হাতে বই ধরিয়েছি। ৪৫ বছর আগে আমরা মাত্র ১০টি বই দিয়ে বইপড়া কার্যক্রম শুরু করেছিলাম, আজ ৩১ লক্ষ বই কর্মসূচির কার্যক্রমের জন্য বিতরণ করা হচ্ছে। এটি আমাদের জন্য অনেক আনন্দের বিষয়। আমরা সারাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে এই কার্যক্রম ছড়িয়ে দিতে চাই। মনকে বড় করার জন্য, জাতিকে উন্নত করার জন্য বই পড়ার কোনো বিকল্প নেই। আমরা বইয়ের সঙ্গেই সবসময় আছি এবং থাকব।
সভাপতির বক্তব্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ বলেন, বই মানুষকে সবচেয়ে বেশি আলোকিত করে। দীর্ঘদিন ধরে মানুষকে আলোকিত করার কাজ করে আসছে বিশ্বসাহিত্য কেন্দ্র। আমরা অচিরেই সারা বাংলাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দিব।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যান্ড রিডিং স্কিলস অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস স্কিমের পরিচালক প্রফেসর সৈয়দ মইনুল হাসান এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক জনাব শামীম আল মামুন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির ডেপুটি টিম লিডার (প্রোগ্রাম) মেসবাহ উদ্দিন আহমেদ।
আল/ দীপ্ত সংবাদ