৩৮
পাকিস্তানের উত্তরাঞ্চলে বোমা হামলায় সাবেক এক সিনেটরসহ পাঁচজন নিহত হয়েছেন।
স্থানীয় সময় বুধবার (৪ জুলাই) আফগান সীমান্তবর্তী বাজুর জেলায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন সিনেটর হিদায়াতুল্লাহ। এসময় তার গাড়িটি একটি বোমার আঘাতে বিধ্বস্ত হয়। পুলিশের বরাতে দেশটির বার্তাসংস্থাগুলো জানায়, বোমাটি রিমোট কন্ট্রোল দ্বারা বিস্ফোরিত হয়। অভিযোগ উঠলেও পাকিস্তানি তালেবান বা তেহরিক–ই–তালেবান পাকিস্তান টিটিপি এ ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছে। পাকিস্তানে এ অঞ্চলটিকে আইনহীন এলাকা বলা হয়।