পাকিস্তানের ২৪তম প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন পাকিস্তান মুসলিম লিগ–নওয়াজের (পিএমএল–এন) প্রার্থী শাহবাজ শরিফ।
রবিবার (৩ মার্চ) স্থানীয় সময় বেলা ১১টায় প্রধানমন্ত্রী পদে ভোট শুরু হয়। জাতীয় পরিষদের নির্বাচিত সদস্যরা গোপন ব্যালটে ভোটের মাধ্যমে নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করেন।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, ২০১ ভোট পেয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হন পিএমএল–এন প্রেসিডেন্ট শাহবাজ শরিফ আর প্রতিদ্বন্দ্বি ইমরান খানের পিটিআই সমর্থিত প্রার্থী ওমর আয়ুব পান ৯২ ভোট।
ভোটগ্রহণ শেষে পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিনার সরদার আয়াজ সাদিক শাহবাজ শরিফকে প্রধানমন্ত্রী নির্বাচিত ঘোষণা করেন।
আরও পড়ুন: ইসরায়েলি হামলায় গাজায় ৭ বন্দি নিহত: হামাস
সংবাদমাধ্যম জিও নিউজ এর আগে জানায়, পাকিস্তানে এবারের নির্বাচনে সরাসরি অংশগ্রহণ করতে পারেনি ইমরান খানের দল পাকিস্তান তেহরিক–ই ইনসাফ (পিটিআই)। ফলে নির্বাচনে জয়ী পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা সুন্নি ইত্তেহাদ কাউন্সিলে (এসআইসি) যোগ দিয়ে ওই দল থেকেই প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য প্রার্থী দিয়েছেন। তাদের প্রার্থী পিটিআই নেতা ওমর আইয়ুব।
পাকিস্তানের সংবিধানে বলা আছে, প্রধানমন্ত্রী হতে হলে কোনো প্রার্থীকে ৩৩৬ পার্লামেন্ট সদস্যের মধ্যে ১৬৯ জনের ভোট পেতে হবে। যদি প্রধানমন্ত্রী পদে দুইয়ের অধিক প্রার্থী থাকেন এবং কোনো প্রার্থীই সংখ্যাগরিষ্ঠতা (১৬৯ ভোট) পেতে ব্যর্থ হন; তবে আবারও ভোট নেয়া হবে। প্রথম দফায় সবচেয়ে বেশি ভোট পাওয়া দুজন পরবর্তী দফায় প্রতিদ্বন্দ্বিতা করবেন। যিনি ৫১ শতাংশ ভোট পাবেন, তিনি পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন।
উল্লেখ্য, পাকিস্তানের জাতীয় পরিষদে মোট ৩৩৬টি আসন রয়েছে। এর মধ্যে ৭০টি আসন সংরক্ষিত। নারীদের ৬০টি ও সংখ্যালঘুদের জন্য ১০টি।
এসএ/দীপ্ত সংবাদ