পরিবেশ সুরক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে বাংলাদেশকে সহায়তা করবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক (ইআইবি)। এই সহায়তার আওতায় কারিগরি প্রশিক্ষণ, নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প, বৈদ্যুতিক গণপরিবহন চালু, দক্ষতা বৃদ্ধি এবং বায়ু ও পানি দূষণ প্রতিরোধ কার্যক্রম অন্তর্ভুক্ত থাকবে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সচিবালয়ে ইইউ–ইআইবি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে একথা জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইআইবির ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ার।
রিজওয়ানা হাসান বলেন, ‘বায়ু দূষণ নিয়ন্ত্রণ, নদী পরিষ্কার, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার, উন্নত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন। তরুণ প্রজন্মকে পরিবেশ রক্ষায় সম্পৃক্ত করার প্রতিশ্রুতি নিয়েও কাজ করছে সরকার।‘
ইআইবির ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ার বাংলাদেশের পরিবেশ সুরক্ষার উদ্যোগগুলোর প্রশংসা করে বলেন, ‘ইইউ এবং ইআইবি অভিজ্ঞতা ও সম্পদের মাধ্যমে বাংলাদেশকে সহায়তা করবে।‘
তিনি আরও বলেন, ‘বনায়ন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, টেকসই আবাসন, সবুজ বন্ড এবং বর্জ্য ব্যবস্থাপনায় যৌথ উদ্যোগের সম্ভাবনা রয়েছে।‘
বৈঠকে পরিবেশ ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিবগণ, বাংলাদেশে নিযুক্ত ইইউর রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং ইইউ ও ইআইবির উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।