জেলার সদর উপজেলার ঘাগড়া সীমান্ত দিয়ে নারী–শিশুসহ ২৩ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
মঙ্গলবার (১২ আগস্ট) গভীর রাতে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ঘাগড়া সীমান্তের মেইন পিলার এলাকা দিয়ে তাদের পাঠানো হয়।
পরে তাদের আটক করে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি। আটকৃতদের মধ্যে ১৩ জন নারী, ৯ জন পুরুষ ও একজন শিশু রয়েছে।
বিজিবি ও পুলিশ জানায়, আজ সকালে স্থানীয়রা তাদের আটক করে হাড়িভাসা ইউনিয়ন পরিষদে নিয়ে যান। খবর পেয়ে বিজিবি তাদের আটক করে ঘাগড়া সীমান্ত ফাঁড়িতে নিয়ে যায়।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ হিল জামান বলেন, পুশইন সংক্রান্ত আটক ২৩ জনকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আল