নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নের চাটখিল–সোনাইমুড়ী সড়কে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে, ঘটনাস্থলেই মারা গেছেন সিএনজি চালক মানিক (৩৫)। এসময় বাসে আগুন দিয়ে সড়ক অবরোধ করে উত্তেজিত জনতা।
শনিবার (১৭ জুন) দুপুর সোয়া ২টার দিকে চাটখিল–সোনাইমুড়ী সড়কের বারকোট পোলের গোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মানিক লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার বাদুর ইউনিয়নের হানুবিশ গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে সোনাইমুড়ীগামী জননী প্লাস নামের যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিকে সামনে থেকে চাপা দিয়ে অনেকটা পথ সামনে নিয়ে যায়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে যাওয়ায় সিএনজিতে থাকা চালক মানিক ঘটনাস্থলে নিহত হয়। তবে সিএনজিতে আর কোন যাত্রী না থাকায় কোন আহতের ঘটনা ঘটেনি।
ঘটনার পরপর বাসে থাকা চালক ও সহকারি পালিয়ে যায়। পরে উত্তেজিত জনতা বাস থেকে যাত্রীদের দ্রুত নামিয়ে দিয়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এরপর তারা চাটখিল–সোনাইমুড়ী সড়কের ঐ স্থানে সড়কটি অবরোধ করে রাখে। এক ঘন্টা পর অবরোধকারীদের সরিয়ে দিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করে পুলিশ।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জিয়া ঘটনা নিশ্চিত করে বলেন, বর্তমানে সড়কের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। উক্ত ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
নাসিম শুভ/ইমাম/দীপ্ত নিউজ