নেটওয়ার্ক সেবার পরিধি বাড়াতে নিজেদের নেটওয়ার্ক অবকাঠামো পরস্পরের সঙ্গে ভাগাভাগি করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশের অন্যতম দুই বেসরকারী মোবাইল অপারেটর রবি আজিয়াটা লিমিটেড ও বাংলালিংক। সম্ভাব্যতা যাচাইয়ে দুই প্রতিষ্ঠান একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে।
শুক্রবার (১৭ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে, বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস–২০২৪ উপলক্ষে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর হয়।
মোবাইল নেটওয়ার্কের মান ও গতি বাড়ানোর মাধ্যমে দেশব্যাপী ফোরজির প্রসার বাড়াতে যৌথ এ উদ্যোগ নিয়েছে অপারেটর দুটি।
এ বিষয়ে এক যৌথ বিবৃতিতে রবি ও বাংলালিংক–এর পক্ষ থেকে বলা হয়েছে, এই উদ্যোগ দেশের টেলিযোগাযোগ ব্যবস্থায় পরিবর্তন আনবে। তাদের প্রথম পদক্ষেপ হবে নেটওয়ার্ক শেয়ারিংয়ের বিষয়ে প্রযুক্তিগত ও আর্থিক সম্ভাব্যতা যাচাই করা। প্রয়োজনীয় নীতিগত পরিবর্তন ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পাওয়ার পর নেটওয়ার্ক অবকাঠামোর যৌথ ব্যবহার শুরু হবে।
উল্লেখ্য, দেশের বেসরকারী মোবাইল প্রতিষ্ঠান রবির আছে প্রায় ১৮ হাজার টাওয়ার আর বাংলালিংকের আছে ১৬ হাজার টাওয়ার। নতুন চুক্তির মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মোট ৩৪ হাজার টাওয়ারের একটি শক্তিশালী সেবা পেতে যাচ্ছেন গ্রাহকেরা।
প্রসঙ্গত, শুক্রবার “ডিজিটাল উদ্ভাবন, টেকইসই উন্নয়ন” স্লোগানে প্রথমবারের মতন আইসিটি ও টেলিযোগাযোগ দুই বিভাগকে একসাথে নিয়ে পালিত হলো বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস।
এসএ/দীপ্ত সংবাদ