শুক্রবার, নভেম্বর ৭, ২০২৫
শুক্রবার, নভেম্বর ৭, ২০২৫

নির্বাচনের দিনই গণভোট, আগে নয়: মির্জা ফখরুল

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

নির্বাচন নিযে কোন প্রকার ঘড়যন্ত্র বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তত্ত্বাবধায়ক সরকারের প্রতি অবিলম্বে নির্বাচনের তফসিল ঘোষণার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (০৬ নভেম্বর) বিকেলে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন ।

তিনি বলেন, নির্বাচনের দিনই দেশে গণ ভোট অনুষ্ঠিত হবে। তার আগে দেশে গনভোট হতে দেওয়া হবে না । তাই নির্বাচন নিয়ে কোন প্রকার তালবাহানা না করে অবিলম্বে নির্বাচনের সিডিউল দিন। তিনি বলেন, নির্বাচনের তফসিল ঘোষণা করুন না হলে দেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে।

তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোর জেলা বিএনপি যশোর টাউন হল ময়দানে এই স্মরণ সভার আয়োজন করে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তরিকুল ইসলাম একজন ক্ষণজন্মা রাজনৈতিক নেতৃত্ব। যিনি বাংলাদেশকে আধিপত্যবাদ থেকে রক্ষা করতে আজীবন সংগ্রাম করেছেন। মির্জা ফখরুল দেশে গণতন্ত্রকে পূর্ণ রুপ দেয়ার আহ্বান জানিয়ে বলেন, দয়া করে ঘোলা পানিতে মাছ শিকার করবেন না। নির্বাচন বানচালের ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না।

স্মরণসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি এড. সৈয়দ সাবেরুল হক সাবু।

নেতৃবৃন্দের মধ্যে বক্তৃতা করেন বিএনপির কেন্দ্রীয় সহ ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, বিএনপির সাবেক তথ্য বিষয়ক সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, কৃষকদলের কেন্দ্রীয় যুগ্নসম্পাদক ইণ্জিনিয়ার টিএস আইয়ুব, ঝিকরগাছা থানা বিএনপির সভাপতি সাবিরা নাজমুল মুন্নী, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য আবুল হোসেন আজাদ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এড. নজরুল ইসলাম, যশোর বারের সাবেক সভাপতি এড. ইসহক, চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান, যশোর নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, কোতয়ালী বিএনপির সাধারণ সম্পাদক আনজারুল হক খোকন, ইমাম পরিষদের সহসভাপতি মাওঃ আব্দুল মান্নান, মিসেস তানিয়া রহমান সুমি, আবুল হাসান জহির, আসাদুজ্জামান মিন্টু, বাবু দীপন্কর দাস রতন,সাংবাদিক ইউনিয়ন যশোর’র সভাপতি আকরামুজ্জামান, সেলিম রেজা আওলিয়ার, এম তমাল আহমেদ, রাশিদা রহমান, মোস্তফা আমীর ফয়সাল প্রমুখ।

প্রধান অতিথি মির্জা ফখরুল আরও বলেন, ঐক্যমত কমিশনে বিএনপিসহ যেসব রাজনৈতিক দল একমত হয়েছে তা বাস্তবায়ন করুন। স্বাক্ষর করার পরে নতুন নতুন বিষয় সংযুক্ত করার অশুভ চিন্তা কোন ভালো কিছু বয়ে আনবে না । দৃঢ়তার সাথে তিনি বলেন, নির্বাচন পিছিয়ে দেয়ার পরিনাম শুভ হবে না । বিএনপি কোন ষড়যন্ত্র চক্রান্তের কাছে আপোষ করবে না।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, নির্বাচনের আগে গণভোট হলে দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তিনি ডঃ ইউনুস সরকারকে অবিলম্বে গণতন্ত্রের দিকে ফিরে যাওয়ার পথ পরিষ্কার করার আহ্বান জানান। তিনিি বলেন, বিএনপি স্বাধীনতা -সার্বভৌমত্ব রক্ষায় বিশ্বাসী। যারা দেশকে অস্থিতিশীল করতে চায় এবং কিছু সংখ্যক রাজনৈতিক দল অসৎ উদ্দেশ্যে একটি গোলযোগ সৃষ্টি করার পাঁয়তারা করছে, তাদেরকে জনগণ ক্ষমা করবে না।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর মজলুম নেতা তরিকুল ইসলামের জীবন সম্পর্কিত একটি বই প্রকাশ করার আহবান জানান। তিনি বলেন , তরিকুল ইসলাম মানুষের হৃদয় ছুঁতে পেরেছেন। যিনি দেশকে ভালোবেসে এবং দেশের মানুষকে ভালোবেসে নিজের জীবনকে যেভাবে উৎসর্গ করেছেন তার সেই অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
স্মরণসভায় দোয়া পরিচালনা করেন মুফতি মাওঃ আমানুল্লাহ কাসেমী।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More